শরীফ নাসরুল্লাহ, ঢাকা
বইমেলার পঞ্চম দিন পেরোল। স্টলের তাকে রোজ আসছে নতুন বই। আর তার ঘ্রাণই যেন টেনে আনছে পাঠকদের। তাঁরা ঘুরে ঘুরে বই দেখছেন। কেউ কিনছেন; কেউ তালিকা করছেন আরও দেখে পরে কিনবেন বলে। অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে দেশের প্রকাশকেরা তাঁদের বেশির ভাগ প্রকাশনা বাজারে আনেন বলে এই মেলা মূলত নতুন বইয়েরই মেলা।
সংস্কৃতি প্রকাশনী জানিয়েছে, তারা প্রাবন্ধিক, চিন্তক বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশে জুলাই-এর গণঅভ্যুত্থান’ নামে বই এনেছে। জুলাই মাসে গণ-অভ্যুত্থান শুরুর সময় থেকে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, তার পরবর্তী পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের কারণ ইত্যাদি নিয়ে সাক্ষাৎকার, তিনটি প্রবন্ধ এবং একটি সভার বক্তব্য এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।
বৈভব প্রকাশনী বের করেছে কাজল শাহনেওয়াজের আত্মকথনমূলক সিরিজের প্রথম বই ‘দিঘলী’। এতে শৈশব ও তারুণ্যের দিনগুলো তুলে এনেছেন তিনি।
‘হিন্দুত্ব—হিন্দু দক্ষিণপন্থার একটি পর্যালোচনা: আরএসএস ও ভিএইচপির ইতিহাস’ নামে বই নিয়ে এসেছে বাংগালা প্রকাশ। ভারতে হিন্দুত্বের শতবর্ষ, বিজেপির ‘হিন্দুরাষ্ট্র’ গঠনের স্বপ্ন ও ‘সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতাবাদ’ বইটির বিষয়।
কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ উপলক্ষে ‘রশীদ করীম অমনিবাস’ বের করেছে সাহিত্য প্রকাশ। সম্পাদনায় মফিদুল হক।
নানা প্রয়োজনে কিংবা নিছক কুশল বিনিময়ের জন্য জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ অনেক চিঠি লিখেছেন। কখনো স্বজন-পরিজন, কখনো বিশিষ্ট ব্যক্তিদের কাছে। তাঁকেও লিখেছেন অন্যরা। ১৯২৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তাঁর লেখা ও তাঁকে লেখা অগ্রন্থিত চিঠি নিয়ে এই বই। প্রাপক ও প্রেরকের তালিকায় রয়েছেন কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, শেরেবাংলা এ কে ফজলুল হক, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ খ্যাতিমান মানুষেরা। বইটির নাম ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্: অগ্রন্থিত চিঠিপত্র, তাঁর লেখা, তাঁকে লেখা’। এনেছে প্রথমা প্রকাশন।
এ ছাড়া কথাপ্রকাশ বের করেছে আলম খোরশেদের চলচ্চিত্রের বই ‘রূপের চলতপ্রবাহ: চলচ্চিত্র বিষয়ক রচনা সংকলন’, অন্যপ্রকাশ বের করেছে সাদাত হোসাইনের ভ্রমণের বই ‘যেতে যেতে তোমাকে কুড়াই’, নাগরী বের করেছে সাইয়েদ জামিলের কবিতার বই ‘খুনি রাষ্ট্রের বুকের উপর লেখা কবিতা’, শোভা প্রকাশ বের করেছে আব্দুল হাই শিকদারের ‘জানা অজানা মওলানা ভাসানী’।
বেসরকারি চাকরিজীবী সারা হোসেন অফিস ছুটি হতেই চলে এসেছেন মেলায়। জানালেন, প্রথম দিকে বই কেনার ইচ্ছা নেই তাঁর। দেখবেন, ঘুরবেন, তালিকা করবেন; তারপরে কিনবেন।
বাংলা একাডেমি জানিয়েছে, মেলায় গতকাল বুধবার নতুন বই এসেছে ৯৮টি।
ঢিলেঢালা বিক্রি
মেলায় অনেক নতুন বই এসেছে ঠিক; সে তুলনায় বিক্রিবাট্টা কম বলে জানা গেল প্রকাশক ও বিক্রয়কর্মীদের কাছ থেকে। অবসর প্রকাশনীর বিক্রয়কর্মী আব্দুল মুমিন বলেন, মোটামুটি বিক্রি হচ্ছে। এখন নতুন বইয়ের থেকে পাঠক পুরোনো ধ্রুপদি বই কিনছেন বেশি। এখানে হুমায়ূন আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই চলছে ভালো।
প্রথমা, আগামী, স্টুডেন্ট ওয়েজসহ বেশ কিছু স্টলের বিক্রয়কর্মী জানিয়েছেন বিক্রি ছিল ঢিমেতালে।
আয়োজন
গতকাল বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন: প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।
আহমেদ মাওলা বলেন, গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। হোসেনউদ্দীন হোসেনের কর্মজীবন যেমন বৈচিত্র্যময়, লেখালেখির ক্ষেত্রেও ছিলেন বহুমুখী। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনীমূলক রচনা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র চিন্তার মৌলিক গ্রন্থ রয়েছে তাঁর। গভীর জীবনবোধ ও বাস্তবতার বিনির্মাণ, রূপক তৈরির কুশলতা তাঁকে কালোত্তীর্ণ শিল্পীর মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি ইতিহাসের দায়বদ্ধতা থেকে নিবিড় পর্যবেক্ষকের দৃষ্টিতে বাংলার সংগ্রামী চেতনাকে দেখেছেন।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ এবং কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, মো. আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বডুয়া, ফারাহ হাসান মৌটুসী, মো. হারুনুর রশিদ, কামাল আহমেদ ও নুসরাত বিনতে নূর।
বইমেলার পঞ্চম দিন পেরোল। স্টলের তাকে রোজ আসছে নতুন বই। আর তার ঘ্রাণই যেন টেনে আনছে পাঠকদের। তাঁরা ঘুরে ঘুরে বই দেখছেন। কেউ কিনছেন; কেউ তালিকা করছেন আরও দেখে পরে কিনবেন বলে। অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে দেশের প্রকাশকেরা তাঁদের বেশির ভাগ প্রকাশনা বাজারে আনেন বলে এই মেলা মূলত নতুন বইয়েরই মেলা।
সংস্কৃতি প্রকাশনী জানিয়েছে, তারা প্রাবন্ধিক, চিন্তক বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশে জুলাই-এর গণঅভ্যুত্থান’ নামে বই এনেছে। জুলাই মাসে গণ-অভ্যুত্থান শুরুর সময় থেকে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, তার পরবর্তী পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের কারণ ইত্যাদি নিয়ে সাক্ষাৎকার, তিনটি প্রবন্ধ এবং একটি সভার বক্তব্য এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।
বৈভব প্রকাশনী বের করেছে কাজল শাহনেওয়াজের আত্মকথনমূলক সিরিজের প্রথম বই ‘দিঘলী’। এতে শৈশব ও তারুণ্যের দিনগুলো তুলে এনেছেন তিনি।
‘হিন্দুত্ব—হিন্দু দক্ষিণপন্থার একটি পর্যালোচনা: আরএসএস ও ভিএইচপির ইতিহাস’ নামে বই নিয়ে এসেছে বাংগালা প্রকাশ। ভারতে হিন্দুত্বের শতবর্ষ, বিজেপির ‘হিন্দুরাষ্ট্র’ গঠনের স্বপ্ন ও ‘সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতাবাদ’ বইটির বিষয়।
কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ উপলক্ষে ‘রশীদ করীম অমনিবাস’ বের করেছে সাহিত্য প্রকাশ। সম্পাদনায় মফিদুল হক।
নানা প্রয়োজনে কিংবা নিছক কুশল বিনিময়ের জন্য জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ অনেক চিঠি লিখেছেন। কখনো স্বজন-পরিজন, কখনো বিশিষ্ট ব্যক্তিদের কাছে। তাঁকেও লিখেছেন অন্যরা। ১৯২৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তাঁর লেখা ও তাঁকে লেখা অগ্রন্থিত চিঠি নিয়ে এই বই। প্রাপক ও প্রেরকের তালিকায় রয়েছেন কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, শেরেবাংলা এ কে ফজলুল হক, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ খ্যাতিমান মানুষেরা। বইটির নাম ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্: অগ্রন্থিত চিঠিপত্র, তাঁর লেখা, তাঁকে লেখা’। এনেছে প্রথমা প্রকাশন।
এ ছাড়া কথাপ্রকাশ বের করেছে আলম খোরশেদের চলচ্চিত্রের বই ‘রূপের চলতপ্রবাহ: চলচ্চিত্র বিষয়ক রচনা সংকলন’, অন্যপ্রকাশ বের করেছে সাদাত হোসাইনের ভ্রমণের বই ‘যেতে যেতে তোমাকে কুড়াই’, নাগরী বের করেছে সাইয়েদ জামিলের কবিতার বই ‘খুনি রাষ্ট্রের বুকের উপর লেখা কবিতা’, শোভা প্রকাশ বের করেছে আব্দুল হাই শিকদারের ‘জানা অজানা মওলানা ভাসানী’।
বেসরকারি চাকরিজীবী সারা হোসেন অফিস ছুটি হতেই চলে এসেছেন মেলায়। জানালেন, প্রথম দিকে বই কেনার ইচ্ছা নেই তাঁর। দেখবেন, ঘুরবেন, তালিকা করবেন; তারপরে কিনবেন।
বাংলা একাডেমি জানিয়েছে, মেলায় গতকাল বুধবার নতুন বই এসেছে ৯৮টি।
ঢিলেঢালা বিক্রি
মেলায় অনেক নতুন বই এসেছে ঠিক; সে তুলনায় বিক্রিবাট্টা কম বলে জানা গেল প্রকাশক ও বিক্রয়কর্মীদের কাছ থেকে। অবসর প্রকাশনীর বিক্রয়কর্মী আব্দুল মুমিন বলেন, মোটামুটি বিক্রি হচ্ছে। এখন নতুন বইয়ের থেকে পাঠক পুরোনো ধ্রুপদি বই কিনছেন বেশি। এখানে হুমায়ূন আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই চলছে ভালো।
প্রথমা, আগামী, স্টুডেন্ট ওয়েজসহ বেশ কিছু স্টলের বিক্রয়কর্মী জানিয়েছেন বিক্রি ছিল ঢিমেতালে।
আয়োজন
গতকাল বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন: প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।
আহমেদ মাওলা বলেন, গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। হোসেনউদ্দীন হোসেনের কর্মজীবন যেমন বৈচিত্র্যময়, লেখালেখির ক্ষেত্রেও ছিলেন বহুমুখী। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনীমূলক রচনা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র চিন্তার মৌলিক গ্রন্থ রয়েছে তাঁর। গভীর জীবনবোধ ও বাস্তবতার বিনির্মাণ, রূপক তৈরির কুশলতা তাঁকে কালোত্তীর্ণ শিল্পীর মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি ইতিহাসের দায়বদ্ধতা থেকে নিবিড় পর্যবেক্ষকের দৃষ্টিতে বাংলার সংগ্রামী চেতনাকে দেখেছেন।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ এবং কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, মো. আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বডুয়া, ফারাহ হাসান মৌটুসী, মো. হারুনুর রশিদ, কামাল আহমেদ ও নুসরাত বিনতে নূর।
খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৭ মিনিট আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৩২ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড...
৩৯ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ বোমা মেশিন বসিয়ে বালু তুলছে পাউবোর ঠিকাদার। বালু তোলার কারণে পাড়ের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
১ ঘণ্টা আগে