জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় আজ মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই বরং চলমান প্রক্রিয়া। ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিল, এর বিরুদ্ধে ২০২৪-এ ছাত্র জনতা আন্দোলন করেছে। তরুণদের পথ দেখালে তাঁরা সে পথে হাটতে পারে এবং তাঁদের লক্ষ্য অর্জনে তাঁরা কোনো দিন পিছপা হয়নি।
এর আগে ভোর সাড়ে ৬টার দিকে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেগম সুফিয়া কামাল হল ৮-৩ গোলে নবাব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বেলা ১১টার দিকে আ ফ ম কামাল উদ্দিন এবং শহীদ রফিক-জব্বার হলের মধ্যে চ্যান্সেলর কাপ ফুটবল (ছাত্র) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে আ ফ ম কামাল উদ্দিন হল ৪-৩ গোলে শহীদ রফিক-জব্বার হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘বাংলাদেশের অভ্যুদয়: স্বাধীনতা যুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি’ শিরোনামে পুস্তক, তথ্যচিত্র এবং আলোকচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে মহুয়া তলায় বিজয়ের গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন কলা ভবনে বই মেলার আয়োজন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় আজ মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই বরং চলমান প্রক্রিয়া। ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিল, এর বিরুদ্ধে ২০২৪-এ ছাত্র জনতা আন্দোলন করেছে। তরুণদের পথ দেখালে তাঁরা সে পথে হাটতে পারে এবং তাঁদের লক্ষ্য অর্জনে তাঁরা কোনো দিন পিছপা হয়নি।
এর আগে ভোর সাড়ে ৬টার দিকে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেগম সুফিয়া কামাল হল ৮-৩ গোলে নবাব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বেলা ১১টার দিকে আ ফ ম কামাল উদ্দিন এবং শহীদ রফিক-জব্বার হলের মধ্যে চ্যান্সেলর কাপ ফুটবল (ছাত্র) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে আ ফ ম কামাল উদ্দিন হল ৪-৩ গোলে শহীদ রফিক-জব্বার হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘বাংলাদেশের অভ্যুদয়: স্বাধীনতা যুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি’ শিরোনামে পুস্তক, তথ্যচিত্র এবং আলোকচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে মহুয়া তলায় বিজয়ের গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন কলা ভবনে বই মেলার আয়োজন করা হয়।
রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা আবার বদলে যেতে পারে—এমন শঙ্কার কথা এসেছে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে। সে জন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর ভূমিহীনদের জন্য গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে গাজীপুরের কাপাসিয়ায়। যেসব ‘ভূমিহীনকে’ এসব ঘর দেওয়া হয়েছে তাঁদের অধিকাংশই এখন এসব আশ্রয়ণের ঘরে থাকেন না। অভিযোগ রয়েছে, বরাদ্দ দাতাদের সঙ্গে বিশেষ সখ্য থাকায় ভূমিহীন না হয়েও এসব ঘর পেয়েছেন
৪ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শর্ত অমান্য করে মেঘনা নদীর তীর ভরাট করে বাণিজ্যিকভাবে জেটি নির্মাণ করেছেন ইজারাদার উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। এই জেটি থেকে প্রতিদিন শত শত ট্রাক ভারী পণ্য নিয়ে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের পাশ দিয়ে যাতায়াত করছে। এতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের (এপিএসসিএল) ৬০০ মেগাওয়া
৫ ঘণ্টা আগেবাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ীর। এ প্রেক্ষাপটে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছেন
৫ ঘণ্টা আগে