নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাড়ির চালকদের নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা করানো হলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনা মূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন। ডিআরইউ–এর এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এর কারণ হলো, অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তাঁরা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে, অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হারিয়ে তাঁরা ঠিকমতো দেখতে পারেন না বলে দুর্ঘটনা ঘটে। এ জন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।’
সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এ সময় সরকারি কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।’
বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘অনেক বাচ্চারই পরীক্ষা ভালো না করার পেছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চারা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ ছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যাম্পেইন। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা নেন।
গাড়ির চালকদের নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা করানো হলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনা মূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন। ডিআরইউ–এর এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এর কারণ হলো, অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তাঁরা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে, অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হারিয়ে তাঁরা ঠিকমতো দেখতে পারেন না বলে দুর্ঘটনা ঘটে। এ জন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।’
সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এ সময় সরকারি কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।’
বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘অনেক বাচ্চারই পরীক্ষা ভালো না করার পেছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চারা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ ছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যাম্পেইন। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা নেন।
সিলেটে থানা পরিদর্শনকালে লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেখবর, , , বিভাগ, বিএনপি, সংঘর্ষ, কর্মী, নিহত, মামলা,থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভ নেতা, বহিষ্কার
২ ঘণ্টা আগেউদ্ধার কর্মকর্তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন। তাঁদের মধ্যে আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছ, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী
৩ ঘণ্টা আগেকুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
৩ ঘণ্টা আগে