‘ফেল করেছি’: চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ০৯: ৪৮
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ছাত্রীর খাটের ওপর একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে লেখা ছিল, ‘কলেজে রেজাল্ট দিছে। আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম।

কলেজছাত্রীর নাম অনামিকা ঘোষ (১৭)। সে ওই গ্রামের অজিত ঘোষের মেয়ে ও ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

পরিবারের বরাতে ওসি শাহ নুর বলেন, দুপুর ১২টার দিকে কলেজ থেকে এসে অনামিকা তার কক্ষে চলে যায়। বেলা ২টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফেলে। এ সময় ঘরের ভেতর গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে অনামিকাকে উদ্ধার করে।

অনামিকার চাচাতো ভাই সজীব ঘোষ বলেন, ‘২টার দিকে বাসা থেকে আমাকে কল দিয়ে ডাক্তার নিয়ে যেতে বলে। ডাক্তার আসার আগেই অনামিকার মৃত্যু হয়। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে।’

ওসি শাহ্ নূর এ আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত