Ajker Patrika

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের দাবি

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ৩৯
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের দাবি

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মোটরসাইকেলচালকেরা। 

মানববন্ধনে বক্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যানবাহন অরাজকতা সৃষ্টি করে। এ সময় মোটরসাইকেল বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ঈদের আগে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী বাইকারদের পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও লাইসেন্সধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলে অনুমতির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মোটরসাইকেলচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত