নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাটভর্তি গরু-ছাগল। দুপুরের পর থেকে বাড়ছে ক্রেতা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠছে পশুর হাট। গত দুই দিন বেচাকেনায় ভাটা থাকলেও আজ শনিবার (১৫ জুন) দুপুরের পর থেকে বিক্রি বাড়ার কথা জানিয়েছেন ব্যাপারীরা।
তবে ক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় প্রতিটি গরুতে অন্তত ১০ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। আজ রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের ফাঁকা জায়গায় গড়ে ওঠা অস্থায়ী এই পশুর হাট ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
ক্রেতারা গোবর-কাদা মাড়িয়ে পছন্দের গরু-ছাগল কিনতে হন্য হয়ে ঘুরছেন এক খাটাল থেকে আরেক খাটালে। গরু পছন্দ হলে দামে মিলছে না। আবার দামে মিললে গরু পছন্দ হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের গরুগুলো বিক্রি হচ্ছে সহজেই। ছোট একটি গরু দরদাম করছিলেন বাসাবো বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দা সুলেমান আলী। ব্যাপারী গরুর দাম হাঁকিয়েছেন ৯০ হাজার টাকা। কিন্তু সুলেমান আলী প্রথমে ৬৫ হাজার, পরে ৭০ হাজার পর্যন্ত দাম বলেছেন। এই গরু বিক্রি করতে রাজি নন ব্যাপারী। শেষ পর্যন্ত আর এই গরু কেনা হয়নি তাঁর।
তিনি বলেন, ‘ছোট আর মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায়, ব্যাপারীরা অন্তত ৩০ হাজার টাকা বেশি চাইছে গরুপ্রতি। দামাদামি করে অন্তত ১০ হাজার টাকা বেশি দিয়ে গরু কিনছে অনেকেই। আমি আমার বাজেট অনুযায়ী দাম বলেছি। কিন্তু ব্যাপারী দাম কমাল না। এই গরু বড়জোর ষাইট হাজার টাকা হইব।’
রাজশাহী থেকে ১৬টি গরু নিয়ে এই হাটে এসেছেন সেলিম ব্যাপারী। তিনি বলেন, ‘গত তিন দিনে সাতটি গরু বেচছি। এর মধ্যে পাঁচটি ছোট ও মাঝারি গরু। দাম কম হওয়ায় এই সাইজের গরুগুলা মানুষ কিনছে বেশি।’
দাম বেশি রাখার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সবকিছুরই দাম বাড়তি ভাই। শুধু গরুর দাম নিয়ে সবাই বলছে। গতবার গরুর খাবার, পরিবহন আর আমাদের অন্যান্য খরচ যা ছিল— এবার সবই ডাবল হয়েছে। আমরা কী করতে পারি বলেন।’
মাঝারি ও ছোট গরুর দাম নিয়ে ক্রেতাদের অনুযোগ থাকলেও আকারে বড় গরুগুলোর দাম স্বাভাবিক মনে করছেন ক্রেতারা। দুই, আড়াই বা তিন লাখ টাকার গরুগুলো যারা কিনছেন, তাঁরা দাম নিয়ে কোনো অনুযোগ করছেন না। এমন একজন ক্রেতা এমদাদুল হক। বেসরকারি এই চাকরিজীবী ও তাঁর দুই ভাই একসঙ্গে একটি গরু কিনে কোরবানি দেবেন। পছন্দসই একটি গরু কিনেছেন ২ লাখ ৬০ হাজার টাকায়। তিনি বলেন, ‘এই টাকায় আমরা যে গরু কিনেছি তাতে আমরা সন্তুষ্ট। দাম স্বাভাবিকই মনে হয়েছে।’
কথা হয় এই হাটের আমতলা মোড়ের হাসিল কাউন্টারে আদায়কারী রিয়ানের সঙ্গে। তিনিও ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রির কথা জানান। তিনি বলেন, ‘দুপুরের পর থেকে বেচাকেনা ভালো হচ্ছে। সন্ধ্যার পর থেকে আরও বাড়বে। বড় গরু খুব একটা বেশি বিক্রি হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের বেশি বিক্রি হচ্ছে।’
এই হাটে ছাগল ও ভেড়াও উঠেছে অনেক। আমতলা মসজিদ হয়ে হাটে ঢোকার সময় ডানে পাশেই ছাগলের হাট। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাটে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে ছাগলগুলো বেশি বিক্রি হচ্ছে। এই হাটে অল্পসংখ্যক মহিষও উঠেছে। তবে মহিষের ক্রেতা খুব কম। মানুষ মহিষের দাম শুনে চলে যায়।
হাটভর্তি গরু-ছাগল। দুপুরের পর থেকে বাড়ছে ক্রেতা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠছে পশুর হাট। গত দুই দিন বেচাকেনায় ভাটা থাকলেও আজ শনিবার (১৫ জুন) দুপুরের পর থেকে বিক্রি বাড়ার কথা জানিয়েছেন ব্যাপারীরা।
তবে ক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় প্রতিটি গরুতে অন্তত ১০ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। আজ রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের ফাঁকা জায়গায় গড়ে ওঠা অস্থায়ী এই পশুর হাট ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
ক্রেতারা গোবর-কাদা মাড়িয়ে পছন্দের গরু-ছাগল কিনতে হন্য হয়ে ঘুরছেন এক খাটাল থেকে আরেক খাটালে। গরু পছন্দ হলে দামে মিলছে না। আবার দামে মিললে গরু পছন্দ হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের গরুগুলো বিক্রি হচ্ছে সহজেই। ছোট একটি গরু দরদাম করছিলেন বাসাবো বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দা সুলেমান আলী। ব্যাপারী গরুর দাম হাঁকিয়েছেন ৯০ হাজার টাকা। কিন্তু সুলেমান আলী প্রথমে ৬৫ হাজার, পরে ৭০ হাজার পর্যন্ত দাম বলেছেন। এই গরু বিক্রি করতে রাজি নন ব্যাপারী। শেষ পর্যন্ত আর এই গরু কেনা হয়নি তাঁর।
তিনি বলেন, ‘ছোট আর মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায়, ব্যাপারীরা অন্তত ৩০ হাজার টাকা বেশি চাইছে গরুপ্রতি। দামাদামি করে অন্তত ১০ হাজার টাকা বেশি দিয়ে গরু কিনছে অনেকেই। আমি আমার বাজেট অনুযায়ী দাম বলেছি। কিন্তু ব্যাপারী দাম কমাল না। এই গরু বড়জোর ষাইট হাজার টাকা হইব।’
রাজশাহী থেকে ১৬টি গরু নিয়ে এই হাটে এসেছেন সেলিম ব্যাপারী। তিনি বলেন, ‘গত তিন দিনে সাতটি গরু বেচছি। এর মধ্যে পাঁচটি ছোট ও মাঝারি গরু। দাম কম হওয়ায় এই সাইজের গরুগুলা মানুষ কিনছে বেশি।’
দাম বেশি রাখার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সবকিছুরই দাম বাড়তি ভাই। শুধু গরুর দাম নিয়ে সবাই বলছে। গতবার গরুর খাবার, পরিবহন আর আমাদের অন্যান্য খরচ যা ছিল— এবার সবই ডাবল হয়েছে। আমরা কী করতে পারি বলেন।’
মাঝারি ও ছোট গরুর দাম নিয়ে ক্রেতাদের অনুযোগ থাকলেও আকারে বড় গরুগুলোর দাম স্বাভাবিক মনে করছেন ক্রেতারা। দুই, আড়াই বা তিন লাখ টাকার গরুগুলো যারা কিনছেন, তাঁরা দাম নিয়ে কোনো অনুযোগ করছেন না। এমন একজন ক্রেতা এমদাদুল হক। বেসরকারি এই চাকরিজীবী ও তাঁর দুই ভাই একসঙ্গে একটি গরু কিনে কোরবানি দেবেন। পছন্দসই একটি গরু কিনেছেন ২ লাখ ৬০ হাজার টাকায়। তিনি বলেন, ‘এই টাকায় আমরা যে গরু কিনেছি তাতে আমরা সন্তুষ্ট। দাম স্বাভাবিকই মনে হয়েছে।’
কথা হয় এই হাটের আমতলা মোড়ের হাসিল কাউন্টারে আদায়কারী রিয়ানের সঙ্গে। তিনিও ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রির কথা জানান। তিনি বলেন, ‘দুপুরের পর থেকে বেচাকেনা ভালো হচ্ছে। সন্ধ্যার পর থেকে আরও বাড়বে। বড় গরু খুব একটা বেশি বিক্রি হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের বেশি বিক্রি হচ্ছে।’
এই হাটে ছাগল ও ভেড়াও উঠেছে অনেক। আমতলা মসজিদ হয়ে হাটে ঢোকার সময় ডানে পাশেই ছাগলের হাট। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাটে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে ছাগলগুলো বেশি বিক্রি হচ্ছে। এই হাটে অল্পসংখ্যক মহিষও উঠেছে। তবে মহিষের ক্রেতা খুব কম। মানুষ মহিষের দাম শুনে চলে যায়।
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
৩০ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে