উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে