টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে