প্রতিনিধি, গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১১ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগে