রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।
গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’
রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।
গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’
রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’
রংপুরের পীরগাছায় হামলা-লুটপাট ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্থানীয় কৃষক মোসলিম উদ্দিন ৩ এপ্রিল মামলাটি করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
৩ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামের আরও ১৬টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৩৬ টাকা ২৫ পয়সা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৫ মিনিট আগেলক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ। দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
২০ মিনিট আগেপটুয়াখালীতে চেক ডিজঅনারের মামলায় এ কে এম ফরিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৪১ মিনিট আগে