মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ দণ্ডাদেশ দেন।
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত স্ত্রী মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সঙ্গে আসামি নীলা আক্তারের (৪০) প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে (১৯) ও এক মেয়ে (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
২০১৫ সালের ২০ জুন স্ত্রী নীলা তার স্বামী নাজিরকে মারধর করেন। পরে নাজির খাওয়া দাওয়া না করে দোচালা টিনের ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত ৯টার দিকে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে স্ত্রী নীলা। পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তারকে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।’
সরকার পক্ষের আইনজীবী আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তার আগেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’
মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ দণ্ডাদেশ দেন।
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত স্ত্রী মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সঙ্গে আসামি নীলা আক্তারের (৪০) প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে (১৯) ও এক মেয়ে (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
২০১৫ সালের ২০ জুন স্ত্রী নীলা তার স্বামী নাজিরকে মারধর করেন। পরে নাজির খাওয়া দাওয়া না করে দোচালা টিনের ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত ৯টার দিকে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে স্ত্রী নীলা। পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তারকে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।’
সরকার পক্ষের আইনজীবী আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তার আগেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৮ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৯ ঘণ্টা আগে