নিখোঁজদের সন্ধান পেতে ডিজিএফআই কার্যালয়ের সামনে স্বজনদের ভিড় 

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা 
Thumbnail image

বিগত কয়েক বছরে অপহরণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান পেতে রাজধানীর মিরপুরে কচুখেত এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর কার্যালয়ের (ডিজিএফআই) সামনে ভিড় করছেন তাঁদের স্বজনেরা। টাঙ্গাইল, রাজশাহী, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাঁরা।

কারও ভাই, কারও স্বামী, সন্তানদের খোঁজে আজ বুধবার সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন তারা। কেউ কেউ মুক্তি পাচ্ছেন এমন সংবাদে স্বজনকে ফিরে পেতে আশাবাদী হয়ে উঠছেন তারা।

মাদারীপুর জেলার রাজুক উপজেলা থেকে স্বামীর খোঁজে আসা নাদিরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর জুটের ব্যবসা করত আমার স্বামী। ২০১১ সালে ডিসেম্বরের মাসের ৮ তারিখে মিরপুর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। কদমতলি থানায় জিডি করেছিলাম। জিডি করার পর পুলিশ থানায় আসতে নিষেধ করে দিয়েছিল।’

মো. ইউসুফ নামের এক ব্যক্তি ভাইয়ের সন্ধান পেতে রাজশাহী থেকে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই ইসমাইল হোসেনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে র‍্যাব-৫ তুলে নিয়ে যায়। সাদা পোশাকে হাইস গাড়িতে করে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। থানায় জিডি করলেও তারা কোনো সুরাহা করেনি।’

রাজধানীর মিরপুরে কচুখেত এলাকায় ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকাতিনি আরও বলেন, ‘এরপর থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আয়নাঘর থেকে অনেকে মুক্তি পাচ্ছে খবর পেয়ে আজকে এসেছি। আশা করছি আমার ভাইকে খুঁজে পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত