Ajker Patrika

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
দণ্ডপ্রাপ্ত আসামি রফিক মিয়া। ছবি: আজকের পত্রিকা
দণ্ডপ্রাপ্ত আসামি রফিক মিয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে গৃহবধূ নাজমা বেগম হত্যা মামলার আসামি রফিক মিয়াকে (৫২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এই রায় দেন।

নাজমা বেগমের বাড়ি হরিরামপুর উপজেলার সরফদি নগর এলাকায়। দণ্ডিত রফিক মিয়া একই এলাকার শফিক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ জুন সকালে বাড়ির পাশে মরিচ তুলতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় প্রতিবেশী রফিক মিয়া। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের লোকজন নাজমা বেগমকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই বছরের ৭ জুন নিহতের ছেলে বাদী হয়ে রফিক মিয়াকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রফিক মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ তদন্ত শেষে ২০২১ সালের ৬ জুলাই রফিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দালিখ করেন।

মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত