মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে গৃহবধূ নাজমা বেগম হত্যা মামলার আসামি রফিক মিয়াকে (৫২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নাজমা বেগমের বাড়ি হরিরামপুর উপজেলার সরফদি নগর এলাকায়। দণ্ডিত রফিক মিয়া একই এলাকার শফিক মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ জুন সকালে বাড়ির পাশে মরিচ তুলতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় প্রতিবেশী রফিক মিয়া। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের লোকজন নাজমা বেগমকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই বছরের ৭ জুন নিহতের ছেলে বাদী হয়ে রফিক মিয়াকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রফিক মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ তদন্ত শেষে ২০২১ সালের ৬ জুলাই রফিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দালিখ করেন।
মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
মানিকগঞ্জের হরিরামপুরে গৃহবধূ নাজমা বেগম হত্যা মামলার আসামি রফিক মিয়াকে (৫২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নাজমা বেগমের বাড়ি হরিরামপুর উপজেলার সরফদি নগর এলাকায়। দণ্ডিত রফিক মিয়া একই এলাকার শফিক মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ জুন সকালে বাড়ির পাশে মরিচ তুলতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় প্রতিবেশী রফিক মিয়া। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের লোকজন নাজমা বেগমকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই বছরের ৭ জুন নিহতের ছেলে বাদী হয়ে রফিক মিয়াকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রফিক মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ তদন্ত শেষে ২০২১ সালের ৬ জুলাই রফিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দালিখ করেন।
মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে