ঢামেক প্রতিবেদক
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন আলী হোসেন (৬৮), তাঁর স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), অটোরিকশার চালক আইনুল হক (৫০) এবং আরেক অটোরিকশার চালক আব্দুর রব (৩৫)।
আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। আলেয়া বেগম অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতাল যান তারা চারজন। চিকিৎসা শেষে তারা চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দনিয়ার বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠলে দুর্ঘটনার শিকার হন।
আহত চালক আইনুল হক জানান, চানখাঁরপুল থেকে ফ্লাইওভারে ওঠার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনে একটি প্রাইভেটকার পরে। সজোরে ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ তিনি আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন আলী হোসেন (৬৮), তাঁর স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), অটোরিকশার চালক আইনুল হক (৫০) এবং আরেক অটোরিকশার চালক আব্দুর রব (৩৫)।
আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। আলেয়া বেগম অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতাল যান তারা চারজন। চিকিৎসা শেষে তারা চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দনিয়ার বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠলে দুর্ঘটনার শিকার হন।
আহত চালক আইনুল হক জানান, চানখাঁরপুল থেকে ফ্লাইওভারে ওঠার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনে একটি প্রাইভেটকার পরে। সজোরে ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ তিনি আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
৯ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
২০ মিনিট আগে