সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামে ছুটছেন যাত্রীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নেই তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিন এমনই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা গেছে, দুপুরের পর থেকে অধিকাংশ গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় পোশাকশ্রমিকেরা গ্রামে যাচ্ছেন। সেই সঙ্গে ঈদের আগে বাড়তি দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। তবে তাঁদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা।
রাবেয়া খাতুন নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘আজ ঈদের ছুটি পেলাম। এর আগেই বেতন-বোনাস পেয়েছি। আগামীকাল থেকে চাপ বাড়তে পারে। তাই আজই গ্রামে চলে যাচ্ছি।’
রিয়াজুল হাসান নামের এক ব্যবসায়ী বলেন, ‘বাড়তি ঝামেলা এড়াতে আজ পরিবারের বাকি সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমি ঈদের আগের দিন গ্রামে যাব। কোনো যানজট দেখতে না পেলেও ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।’
ফারুক হোসেন নামের এক বাসচালক বলেন, ‘সায়েদাবাদ থেকে অল্প সময়ের মধ্যেই শিমরাইল মোড়ে এসেছি। কোথাও কোনো যানজট পাইনি। অন্যবারের তুলনায় এবার মহাসড়কের পরিস্থিতি বেশ ভালো।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছি।’
ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামে ছুটছেন যাত্রীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নেই তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিন এমনই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা গেছে, দুপুরের পর থেকে অধিকাংশ গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় পোশাকশ্রমিকেরা গ্রামে যাচ্ছেন। সেই সঙ্গে ঈদের আগে বাড়তি দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। তবে তাঁদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা।
রাবেয়া খাতুন নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘আজ ঈদের ছুটি পেলাম। এর আগেই বেতন-বোনাস পেয়েছি। আগামীকাল থেকে চাপ বাড়তে পারে। তাই আজই গ্রামে চলে যাচ্ছি।’
রিয়াজুল হাসান নামের এক ব্যবসায়ী বলেন, ‘বাড়তি ঝামেলা এড়াতে আজ পরিবারের বাকি সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমি ঈদের আগের দিন গ্রামে যাব। কোনো যানজট দেখতে না পেলেও ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।’
ফারুক হোসেন নামের এক বাসচালক বলেন, ‘সায়েদাবাদ থেকে অল্প সময়ের মধ্যেই শিমরাইল মোড়ে এসেছি। কোথাও কোনো যানজট পাইনি। অন্যবারের তুলনায় এবার মহাসড়কের পরিস্থিতি বেশ ভালো।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৮ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে