জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সংসদের (জকসু) নীতিমালা সিন্ডিকেটে গৃহীত হয়েছে। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে অনুমোদনের জন্য পাঠানো হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভা শেষে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আজকের সিন্ডিকেটে জকসুর নীতিমালা গৃহীত হয়েছে। এখন আমরা দেখব, কোন কোন মন্ত্রণালয়ে পাঠাতে হবে অনুমোদনের জন্য। নীতিমালা অনুমোদন হয়ে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যাবে। তবে আমরা এর আগেও রোডম্যাপ দিয়ে দিতে পারি।’
সিন্ডিকেট সভার শুরুতে জুলাই বিপ্লবে শহীদ সাজিদসহ অন্য শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা।
এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান এবং সদস্যসচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনও উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সংসদের (জকসু) নীতিমালা সিন্ডিকেটে গৃহীত হয়েছে। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে অনুমোদনের জন্য পাঠানো হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভা শেষে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আজকের সিন্ডিকেটে জকসুর নীতিমালা গৃহীত হয়েছে। এখন আমরা দেখব, কোন কোন মন্ত্রণালয়ে পাঠাতে হবে অনুমোদনের জন্য। নীতিমালা অনুমোদন হয়ে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যাবে। তবে আমরা এর আগেও রোডম্যাপ দিয়ে দিতে পারি।’
সিন্ডিকেট সভার শুরুতে জুলাই বিপ্লবে শহীদ সাজিদসহ অন্য শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা।
এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান এবং সদস্যসচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনও উপস্থিত ছিলেন।
বালুমহাল ইজারা নিয়ে মাটি লুট করছেন রাজশাহীর হুন্ডি কারবারি হিসেবে আলোচিত মুখলেসুর রহমান ওরফে মুকুল। এলাকাবাসী এক জোট হয়ে মাটি লুটের প্রতিবাদ করলেও তাঁরা মুকুলের ক্ষমতার কাছে অসহায়ত্ব বরণ করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগেবুল বুল চৌধুরী নামের এক ব্যক্তির জন্মনিবন্ধন ব্যবহার করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় কোটি টাকার জমি বিক্রি করা হয়। বুল বুল চৌধুরীর জন্মনিবন্ধনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য দেওয়া।
৫ ঘণ্টা আগেজাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে অর্থ লোপাটের নানা অভিযোগ উঠেছে। এখানে প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার, নাশতার ব্যয় এবং কেন্দ্রের কক্ষ ও কোয়ার্টার ভাড়া থেকে টাকা হাতানো হচ্ছে। সেই সঙ্গে অফিস ফাঁকি ও নামমাত্র মাঠ প্রশিক্ষণের অভিযোগ
৬ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চলের মতো খোদ রাজধানী শহরেও প্রতিদিন ঝুঁকিপূর্ণ ‘স্কুল ভ্যানে’ যাতায়াত করে হাজারো স্কুলশিক্ষার্থী। অনেকটা খাঁচার মতো তিন চাকার ওপর হালকা কাঠামোর এসব ভ্যানে ১০ জন করে শিশুশিক্ষার্থী আনা-নেওয়া করা হয়। অল্প সময়ে বেশিসংখ্যক শিক্ষার্থী পরিবহনের জন্য সম্প্রতি এই বাহনে যুক্ত করা হয়েছে মোটর।
৬ ঘণ্টা আগে