রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। প্রচণ্ড শীতে দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক রুস্তম শেখ বলেন, রাত ৩টার দিকে ফেরিঘাটে এসে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। কখন যে ফেরি চলবে আল্লাহ জানেন।
আরেক ট্রাকচালক সবুজ মিয়া বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসে দেখি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম ফেরি চলছে কি না। সে বলল বন্ধ আছে। তখন থেকে গাড়িতে বসে আছি। মাঝেমধ্যে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটিও করেছি।’
হানিফ পরিবহনের যাত্রী শেখ রাজিব বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোর থেকে ফেরি পার হওয়ার জন্য বসে আছি। প্রচণ্ড শীতে কষ্ট হচ্ছে। কিন্তু কী করার আছে, কুয়াশায় তো ফেরি চলতে পারে না। তাই বসে আছি।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। প্রচণ্ড শীতে দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক রুস্তম শেখ বলেন, রাত ৩টার দিকে ফেরিঘাটে এসে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। কখন যে ফেরি চলবে আল্লাহ জানেন।
আরেক ট্রাকচালক সবুজ মিয়া বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসে দেখি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম ফেরি চলছে কি না। সে বলল বন্ধ আছে। তখন থেকে গাড়িতে বসে আছি। মাঝেমধ্যে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটিও করেছি।’
হানিফ পরিবহনের যাত্রী শেখ রাজিব বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোর থেকে ফেরি পার হওয়ার জন্য বসে আছি। প্রচণ্ড শীতে কষ্ট হচ্ছে। কিন্তু কী করার আছে, কুয়াশায় তো ফেরি চলতে পারে না। তাই বসে আছি।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে