অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
সিলেটে থানা পরিদর্শনকালে লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেখবর, , , বিভাগ, বিএনপি, সংঘর্ষ, কর্মী, নিহত, মামলা,থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভ নেতা, বহিষ্কার
২ ঘণ্টা আগেউদ্ধার কর্মকর্তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন। তাঁদের মধ্যে আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছ, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী
৩ ঘণ্টা আগেকুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
৩ ঘণ্টা আগে