নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
২ ঘণ্টা আগে