ভ্যানচালককে মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ২২: ৩৫

সাভারের আশুলিয়ায় ভ্যান চালককে মারধরের ঘটনায় ঢাকা জেলা পুলিশ ও শিল্প পুলিশ-১ এর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

এর আগে সকালে সাভারের ইপিজেড জোন ট্রাফিক পুলিশ বক্স থেকে ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই ঘটনায় গতকাল মঙ্গলবার শিল্প পুলিশ-১ এর নায়েক ও রেকার অপারেটর আশরাফ আলীকে প্রত্যাহার করে শিল্প পুলিশ-১ এ সংযুক্ত করা হয়েছে। 

ভ্যানচালককে মারধরের ঘটনার জেরে ট্রাফিক বক্সে হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহজাহান বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। আজকে যোগদান করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

এ ঘটনায় ইপিজেড এলাকায় দায়িত্বে থাকা পুলিশ রেকার অপারেটর শিল্প পুলিশের নায়েক আশরাফ আলী বলেন, ‘মারধরের ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আমাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত সোমবার ট্রাফিক পুলিশের মারধরে ভ্যানচালক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। এ সময় ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ট্রাফিক পুলিশ সদস্য এসআই হেলাল উদ্দিনকে মারধর করে ভ্যান শ্রমিকেরা। এ ঘটনায় নবীনগর চন্দ্রা মহাসড়ক ইপিজেড এলাকা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত