নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অক্সফাম, কর্মজীবী নারী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)।
সোমবার অক্সফামের বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থা তিনটি মনে করে এই হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে শ্রম অধিকার আন্দোলনের কণ্ঠরোধের এক হীন প্রচেষ্টা এবং বাংলাদেশে শ্রমঘন পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার পথে এক বিরাট বাধা। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, ২৫ জুন সন্ধ্যায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যান শহীদুল ইসলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর কারখানাটির ম্যানেজার হানিফ ও তাঁর সহযোগীদের বাধার মুখে পড়েন শহীদুল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক নেতা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করে সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আখতার। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মাজহারুল, আকাশ ও রাসেল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে যুক্ত।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। তবে মামলায় অভিযুক্ত তিনজন আসামি নির্দোষ বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অক্সফাম, কর্মজীবী নারী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)।
সোমবার অক্সফামের বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থা তিনটি মনে করে এই হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে শ্রম অধিকার আন্দোলনের কণ্ঠরোধের এক হীন প্রচেষ্টা এবং বাংলাদেশে শ্রমঘন পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার পথে এক বিরাট বাধা। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, ২৫ জুন সন্ধ্যায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যান শহীদুল ইসলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর কারখানাটির ম্যানেজার হানিফ ও তাঁর সহযোগীদের বাধার মুখে পড়েন শহীদুল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক নেতা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করে সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আখতার। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মাজহারুল, আকাশ ও রাসেল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে যুক্ত।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। তবে মামলায় অভিযুক্ত তিনজন আসামি নির্দোষ বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
২৭ মিনিট আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
৩১ মিনিট আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
১ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
১ ঘণ্টা আগে