Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানে ২৫ নভেম্বর সমাবেশ করবে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৪: ৪২
আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। ছবি: আজকের পত্রিকা
আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করব।’

তিনি আরও বলেন, ‘এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খন্দকার মো. জসীম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত