রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে ঢাকা-রাজবাড়ী বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্থানীয় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানের জন্য কাজ করছে জেলার বাস মালিক সমিতি।
সরেজমিনে শহরের মুরগি ফার্ম ও বড়পুল এলাকায় গিয়ে দেখা গেছে, আজ বুধবার সকাল থেকে রাজবাড়ী থেকে ঢাকায় দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকে কোনো বাস জেলার উদ্দেশে আসেনি। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা ভোগান্তি নিয়ে ঢাকায় যাচ্ছেন। কেউ কেউ লোকাল বাস অথবা ইঞ্জিন চালিত তিন চাকার ‘মাহেন্দ্র’ গাড়িতে উঠে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন।
ঢাকাগামী যাত্রী মো. শাহিদুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীতে একটা কাজে এসেছিলাম কয়েক দিন আগে। কাজ শেষে আজ ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু কাউন্টারে এসে জানতে পারি সরাসরি বাস চলছে না। এখন মাহেন্দ্রতে করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে হবে।’
আরেক যাত্রী মোতাহার হোসেন বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। সন্ধ্যা ৭টার মধ্যে কারওয়ান বাজার পৌঁছানোর কথা। কিন্তু সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এখন ভেঙে ভেঙে যেতে হবে। সন্ধ্যার আগে ঢাকা পৌঁছাতে পারব কিনা জানি না।’
আমেনা খাতুন নামের এক নারী বলেন, ‘এ বিষয়ে কি কোনো সমাধান হবে না? কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলাম। গত সোমবার আবার ফেরার কথা ছিল। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারি নাই। ভেবেছিলাম খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। কিন্তু তিন দিনেও কোনো সমাধান হয় নাই। এখন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকায় যেতে হবে।’
রাবেয়া পরিবহনের চালক রানা মোল্লা বলেন, ‘গাড়ি চললে আমাদের সংসার চলে। দিনে ৮৫০ টাকা করে পেতাম। তিন দিন হলো গাড়ি বন্ধ। আমার কামাইও বন্ধ। বাড়িতে তিন মেয়ে, স্ত্রী, আব্বা-মা আছেন। গাড়ি চালানোর টাকায় আমাকে সংসার চালাতে হয়। এ রকম আরও কয়েক দিন বন্ধ থাকলে না খেয়ে থাকতে হবে।’
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তাঁরা কথা রাখছেন না। চারটি-পাঁচটি ট্রিপ চালাচ্ছেন। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর জেরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ। এ বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।’
রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে ঢাকা-রাজবাড়ী বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্থানীয় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানের জন্য কাজ করছে জেলার বাস মালিক সমিতি।
সরেজমিনে শহরের মুরগি ফার্ম ও বড়পুল এলাকায় গিয়ে দেখা গেছে, আজ বুধবার সকাল থেকে রাজবাড়ী থেকে ঢাকায় দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকে কোনো বাস জেলার উদ্দেশে আসেনি। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা ভোগান্তি নিয়ে ঢাকায় যাচ্ছেন। কেউ কেউ লোকাল বাস অথবা ইঞ্জিন চালিত তিন চাকার ‘মাহেন্দ্র’ গাড়িতে উঠে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন।
ঢাকাগামী যাত্রী মো. শাহিদুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীতে একটা কাজে এসেছিলাম কয়েক দিন আগে। কাজ শেষে আজ ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু কাউন্টারে এসে জানতে পারি সরাসরি বাস চলছে না। এখন মাহেন্দ্রতে করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে হবে।’
আরেক যাত্রী মোতাহার হোসেন বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। সন্ধ্যা ৭টার মধ্যে কারওয়ান বাজার পৌঁছানোর কথা। কিন্তু সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এখন ভেঙে ভেঙে যেতে হবে। সন্ধ্যার আগে ঢাকা পৌঁছাতে পারব কিনা জানি না।’
আমেনা খাতুন নামের এক নারী বলেন, ‘এ বিষয়ে কি কোনো সমাধান হবে না? কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলাম। গত সোমবার আবার ফেরার কথা ছিল। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারি নাই। ভেবেছিলাম খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। কিন্তু তিন দিনেও কোনো সমাধান হয় নাই। এখন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকায় যেতে হবে।’
রাবেয়া পরিবহনের চালক রানা মোল্লা বলেন, ‘গাড়ি চললে আমাদের সংসার চলে। দিনে ৮৫০ টাকা করে পেতাম। তিন দিন হলো গাড়ি বন্ধ। আমার কামাইও বন্ধ। বাড়িতে তিন মেয়ে, স্ত্রী, আব্বা-মা আছেন। গাড়ি চালানোর টাকায় আমাকে সংসার চালাতে হয়। এ রকম আরও কয়েক দিন বন্ধ থাকলে না খেয়ে থাকতে হবে।’
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তাঁরা কথা রাখছেন না। চারটি-পাঁচটি ট্রিপ চালাচ্ছেন। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর জেরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ। এ বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৭ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৮ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ ঘণ্টা আগে