Ajker Patrika

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। 

এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। 

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে কাজ যোগ না দিয়ে প্রধান ফটকে জড়ো হয়। পরে শ্রমিকেরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করে। 

সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল শুরু হয়। 

শিল্প পুলিশ জানায়, গাজীপুরের জিরানীর একটি কারখানা ব্যতীত জেলার আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ইটাহাটা, কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রাসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার শ্রমিকেরা সকালে কারখানার কাজে যোগ দিয়েছেন। 

চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের অবরোধসকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করেন। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোর আলম জানান, জিরানী এলাকার একটি কারখানা ছাড়া জেলায় আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বিভিন্ন কারণে আগে থেকে বন্ধ থাকা জেলার ৮টি কারখানা আজও বন্ধ আছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত