গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে কাজ যোগ না দিয়ে প্রধান ফটকে জড়ো হয়। পরে শ্রমিকেরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করে।
সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ জানায়, গাজীপুরের জিরানীর একটি কারখানা ব্যতীত জেলার আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ইটাহাটা, কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রাসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার শ্রমিকেরা সকালে কারখানার কাজে যোগ দিয়েছেন।
সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করেন। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোর আলম জানান, জিরানী এলাকার একটি কারখানা ছাড়া জেলায় আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বিভিন্ন কারণে আগে থেকে বন্ধ থাকা জেলার ৮টি কারখানা আজও বন্ধ আছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে কাজ যোগ না দিয়ে প্রধান ফটকে জড়ো হয়। পরে শ্রমিকেরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করে।
সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ জানায়, গাজীপুরের জিরানীর একটি কারখানা ব্যতীত জেলার আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ইটাহাটা, কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রাসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার শ্রমিকেরা সকালে কারখানার কাজে যোগ দিয়েছেন।
সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করেন। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোর আলম জানান, জিরানী এলাকার একটি কারখানা ছাড়া জেলায় আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বিভিন্ন কারণে আগে থেকে বন্ধ থাকা জেলার ৮টি কারখানা আজও বন্ধ আছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
২৯ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগে