যুবকের মৃত্যু নিয়ে রহস্য, সন্দেহের তির স্ত্রীর দিকে 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১১

চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ ইরফান (২৮) নামের এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাবার দাবি, পরিকল্পিতভাবে ইরফানকে হত্যা করেছেন তাঁর স্ত্রী। তবে স্ত্রী বলছেন, ইরফান আত্মহত্যা করেছেন। 

এসব তথ্য নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত ইরফান উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে। পাঁচ বছর আগে বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের খায়ের আহমদের মেয়ে শাহিনুর আকতারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতি বোয়ালিয়া গ্রামের জনৈক জাফরের ভাড়া বাসায় থাকতেন। 

শাহিনুর আকতার (২৩) আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে কোনো চাকরি বা কাজ করে না। সন্তানও নেই আমাদের। বিয়ের পর থেকে সংসারে অভাব লেগেই ছিল। আমার শাশুড়ি-স্বামী প্রায় সময় নির্যাতন করত। নিয়মিত ভাড়া ঘরের টাকাও দিত না। গতকাল বুধবার রাতে ঘরে আসলে বাসা ভাড়ার টাকা দেওয়ার জন্য বলি, কিন্তু টাকা না দিয়ে আমাকে মারধর করলে আমি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখি আমার স্বামীর দেহ ঝুলছে। আমি আশপাশের লোকজন ডেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বাবা গিয়াস উদ্দিন করে বলেন, ‘পাঁচ বছর আগে বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের খায়ের আহমদের মেয়ে শাহিনুরের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে ছেলের বউ আমার বাড়ি থাকতে না চাইলে আমার ছেলে ভাড়া বাসা নেয়। এক বছর আগেও আমার ছেলেকে শ্বশুর বাড়ির লোকজন মেরে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সে ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগও দিয়েছিলাম। গতকাল বুধবার রাতে শ্বশুরবাড়ির লোকজন মোবাইল ফোনে বলে আমার ছেলে নাকি আত্মহত্যা করছে। আমি হাসপাতালে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখতে পাই। এটা পরিকল্পিত হত্যা। এ হত্যাকান্ডের বিচার চাই আমি।’ 

জুঁইদন্ডী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ বলেন, গত বছর ইরফানকে শ্বশুরবাড়ির লোকজন মেরে রাস্তায় ফেলে চলে গেলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায়ও থানায় সালিসিও হয়েছিল। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত