Ajker Patrika

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বকুলতলা এলাকার মাওনা হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন (৩৮) শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, আজ সোমবার সকালে ব্যবসার জন্য কাঁচামাল কিনতে মাওনা চৌরাস্তা এলাকায় যান মনজুর হোসেন। তিনি মাওনা এলাকার কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে একটি পিকআপে তুলে দিয়ে মোটরসাইকেলে করে মাওনা থেকে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলার মাওনা হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে পেছন থেকে একটি ডাম্প ট্রাক মনজুর হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত