শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে বিএনপির সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে। গতকাল সোমবার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর আস্থাভাজন ছিলেন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত। রাজনৈতিক পট পরিবর্তনের ৫৫ দিনের মাথায় তাঁকে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় বইছে। দুই দলের অনেক নেতা-কর্মীই বিষয়টা নিয়ে বিব্রত।
গতকাল সোমবার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে ওই সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারীও উপস্থিত হন। পরে সভামঞ্চেও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে।
একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে।
ছাত্রদল নেতা শেখ নূর উদ্দীন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ভাই কামাল জামান নূরুদ্দীন মোল্লা আওয়ামী লীগের রাজনীতি করতেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত শিবচরে তাঁর কোনো কার্যক্রম ছিল না।’
শেখ নূর উদ্দীন আরও বলেন, ‘৫ আগস্টের পর নূরুদ্দীন মোল্লা হঠাৎ প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার দুজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে গতকাল দলে নিয়ে বিএনপির কর্মিসমাবেশ করেছেন। এটা দুঃখজনক। তাতে শিবচরে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। অতিসত্বর হাইকমান্ডকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সব সুযোগ-সুবিধা নিয়েছেন তাঁরা। দিন বদলের সঙ্গে সঙ্গে তাঁরা নিজেদের বদলে নিয়েছেন। এটা খুবই লজ্জার।’
এদিকে যোগদান বা সমাবেশে উপস্থিত থাকার বিষয় জানতে সোহেল ব্যাপারী, সজীব হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খলিফা বলেন, ‘আওয়ামী লীগের ত্যাগী, আস্থাশীল নেতাদের সঙ্গে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে তাঁদের দলে স্থান দেওয়া হয়েছিল। তাঁরা দলের সব সুযোগ-সুবিধা নিয়েছেন। তাঁরা এসেছিলেন ব্যবসা করতে; ব্যবসা শেষ, এখন চলে গেছেন। আমাদের দলের নেতা জননেতা নূর-ই আলম চৌধুরী কোনো সাংগঠনিক সম্পাদক বা দলের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে তাঁদের দলে এনেছিলেন। এখন তাঁরা সুযোগ পেয়ে চলে গেছে। কোনো ত্যাগী নেতা দল ছাড়েনি। ছেড়েছেন সুযোগসন্ধানীরা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই আসামিদের সঙ্গে বিএনপি নামধারী প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে।’
আরও খবর পড়ুন:
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে বিএনপির সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে। গতকাল সোমবার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর আস্থাভাজন ছিলেন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত। রাজনৈতিক পট পরিবর্তনের ৫৫ দিনের মাথায় তাঁকে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় বইছে। দুই দলের অনেক নেতা-কর্মীই বিষয়টা নিয়ে বিব্রত।
গতকাল সোমবার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে ওই সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারীও উপস্থিত হন। পরে সভামঞ্চেও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে।
একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে।
ছাত্রদল নেতা শেখ নূর উদ্দীন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ভাই কামাল জামান নূরুদ্দীন মোল্লা আওয়ামী লীগের রাজনীতি করতেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত শিবচরে তাঁর কোনো কার্যক্রম ছিল না।’
শেখ নূর উদ্দীন আরও বলেন, ‘৫ আগস্টের পর নূরুদ্দীন মোল্লা হঠাৎ প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার দুজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে গতকাল দলে নিয়ে বিএনপির কর্মিসমাবেশ করেছেন। এটা দুঃখজনক। তাতে শিবচরে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। অতিসত্বর হাইকমান্ডকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সব সুযোগ-সুবিধা নিয়েছেন তাঁরা। দিন বদলের সঙ্গে সঙ্গে তাঁরা নিজেদের বদলে নিয়েছেন। এটা খুবই লজ্জার।’
এদিকে যোগদান বা সমাবেশে উপস্থিত থাকার বিষয় জানতে সোহেল ব্যাপারী, সজীব হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খলিফা বলেন, ‘আওয়ামী লীগের ত্যাগী, আস্থাশীল নেতাদের সঙ্গে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে তাঁদের দলে স্থান দেওয়া হয়েছিল। তাঁরা দলের সব সুযোগ-সুবিধা নিয়েছেন। তাঁরা এসেছিলেন ব্যবসা করতে; ব্যবসা শেষ, এখন চলে গেছেন। আমাদের দলের নেতা জননেতা নূর-ই আলম চৌধুরী কোনো সাংগঠনিক সম্পাদক বা দলের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে তাঁদের দলে এনেছিলেন। এখন তাঁরা সুযোগ পেয়ে চলে গেছে। কোনো ত্যাগী নেতা দল ছাড়েনি। ছেড়েছেন সুযোগসন্ধানীরা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই আসামিদের সঙ্গে বিএনপি নামধারী প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে।’
আরও খবর পড়ুন:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৩ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৫ মিনিট আগে