সুনামগঞ্জ প্রতিনিধি
বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।
বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
১৫ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
১৭ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৯ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
২৪ মিনিট আগে