Ajker Patrika

আবারও একসঙ্গে সজল-প্রভা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২২
আবারও একসঙ্গে সজল-প্রভা

অভিনেতা আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি সজল-প্রভা আবারও এক হলেন ‘মুখোশের আড়ালে’ নাটকে।

বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্পভাবনা ইমরান হোসেন মিশুর। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু। ‘মুখোশের আড়ালে’ নাটকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মৌসুমী হামিদ।

আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভানির্মাতা জানিয়েছেন, এ নাটকে প্রভা অভিনীত চরিত্রের নাম রুক্সি। গ্রামের সহজ-সরল সুন্দরী মেয়ে। তার স্বপ্ন সিনেমার নায়িকা হওয়ার। এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনা। কিন্তু এ স্বপ্ন সফল হবে কীভাবে, তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন। রবিন ঢাকায় থাকে। মাঝেমধ্যে গ্রামে আসে। অনেক নামকরা পরিচালকদের সঙ্গে তার সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে রবিন।

মিথ্যা আশ্বাস দিয়ে রুক্সিকে নিয়ে ঢাকায় আসে রবিন। তারপর একটি যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেয়। এভাবেই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে গেছে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প।

সজল ও প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতা-সহ অনেকে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই প্রচারে আসবে নাটক ‘মুখোশের আড়ালে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত