Ajker Patrika

রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৪: ৪৩
রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলা মার্কেট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রিজভীকে রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম—রিজভী আহমেদ সাদ (২২)। মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকেন তিনি। রিজভী শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তাঁর বন্ধু শাকিল (২০)। 

মৃত রিজভীর ভগ্নিপতি গোলাম মর্তুজা শরীফ আজকের পত্রিকাকে জানান, রিজভী মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকেন। রাতে বন্ধু শাকিলকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রূপগঞ্জের নীলা মার্কেট এলাকায়। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে নিয়ে খাবার খেতে যেতেন রিজভী। 

তিনি আরও জানান, গত রাতে খাওয়া-দাওয়া শেষ করে আবার মিরপুরে ফিরছিলেন রিজভী। নীলা মার্কেট থেকে ২০০ গজ দূরেই রাস্তা ব্যারিকেড দেওয়ার সরঞ্জামের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা দুজন। এতে ঘটনাস্থলে মারা যান রিজভী। খবর পেয়ে তাঁদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিজভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। তবে আহত শাকিলের অবস্থা আশঙ্কামুক্ত। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রিজভীর মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত