নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথমাবারের মতো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে মেট্রোরেল। মঙ্গলবার দুপুরে উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে রেললাইন ট্র্যাকে এটি চালানো হয়। সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে ট্র্যাকে চালিয়ে দেখানো হয়। পাঁচ কিলোমিটার গতিতে চালানো হয় ট্রেনটি।
গত ২৩ এপ্রিল মেট্রো রেলের বগি উত্তরার ডিপোতে আসে। বর্তমানে ডিপোতে ট্রেনের ফাংশনাল টেস্ট চলছে। এরপর স্পিড টেস্ট হবে। আগামী আগস্ট মাসে ভায়াডাক্টের ওপরে পারফরম্যান্স টেস্ট শেষ করে ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন করার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
মেট্রোরেল পরীক্ষামূলক চালুর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও জাপানি রাষ্ট্রদূত, জাইকার প্রধান প্রতিনিধি ট্রেনের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। এ মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রবেশ করল। যানজট নিরসনে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কর্ম পরিকল্পনা ২০৩০ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এমআরটি লাইন ৬–এর কাজ চলমান।'
প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৪ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৮৫ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৬০ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ইকুইপমেন্ট সংগ্রহ কাজের অগ্রগতি হয়েছে ৫৫ শতাংশ। ডিপোর মধ্যে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৮৮ শতাংশ। মোট ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৪.৪১ কিলোমিটার ভায়াডাক্ট (Erection) এর কাজ শেষ হয়েছে। ভায়াডাক্টের উপর ১০ দশমিক ৫০ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে।
করোনার কারণে প্রকল্পের কাজে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, '২০২৪ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ করার লক্ষ্য থাকলেও করোনার কারণে তা ব্যত্যয় হয়েছে। তবে আমরা আশা করছি নির্ধারিত টাইম লাইনের মধ্যেই কাজ শেষ করতে পারবো'।
মেট্রোরেলের সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, 'মেট্রো ট্রেনের অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব শেষে যখন ভায়াডাক্টের উপর ট্রেনের ট্রায়াল রান করবো তখন আমরা দেখব ট্রেনগুলো ঠিক স্টেশনে দাঁড়াতে পারছে কিনা? যথাসময়ে ট্রেনের দরজা খুলছে কিনা? পরবর্তী কোন স্টেশনে যাবে সেটি ঘোষণা করতে পারছে কিনা? অর্থাৎ খুঁটিনাটি সকল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে। যাত্রীদের নিয়েও ট্রেনের ট্রায়াল হবে। তারপর যথাসময়ে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চালু হবে'।
মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট বগি কেনা হয়েছে জাপান থেকে। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান আসে ২৩ এপ্রিল। মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেটের চালান বাংলাদেশ এসে পোঁছেছে ৯ মে।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক দ্রুততর ও নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে।
ঢাকা: প্রথমাবারের মতো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে মেট্রোরেল। মঙ্গলবার দুপুরে উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে রেললাইন ট্র্যাকে এটি চালানো হয়। সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে ট্র্যাকে চালিয়ে দেখানো হয়। পাঁচ কিলোমিটার গতিতে চালানো হয় ট্রেনটি।
গত ২৩ এপ্রিল মেট্রো রেলের বগি উত্তরার ডিপোতে আসে। বর্তমানে ডিপোতে ট্রেনের ফাংশনাল টেস্ট চলছে। এরপর স্পিড টেস্ট হবে। আগামী আগস্ট মাসে ভায়াডাক্টের ওপরে পারফরম্যান্স টেস্ট শেষ করে ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন করার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
মেট্রোরেল পরীক্ষামূলক চালুর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও জাপানি রাষ্ট্রদূত, জাইকার প্রধান প্রতিনিধি ট্রেনের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। এ মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রবেশ করল। যানজট নিরসনে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কর্ম পরিকল্পনা ২০৩০ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এমআরটি লাইন ৬–এর কাজ চলমান।'
প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৪ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৮৫ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৬০ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ইকুইপমেন্ট সংগ্রহ কাজের অগ্রগতি হয়েছে ৫৫ শতাংশ। ডিপোর মধ্যে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৮৮ শতাংশ। মোট ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৪.৪১ কিলোমিটার ভায়াডাক্ট (Erection) এর কাজ শেষ হয়েছে। ভায়াডাক্টের উপর ১০ দশমিক ৫০ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে।
করোনার কারণে প্রকল্পের কাজে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, '২০২৪ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ করার লক্ষ্য থাকলেও করোনার কারণে তা ব্যত্যয় হয়েছে। তবে আমরা আশা করছি নির্ধারিত টাইম লাইনের মধ্যেই কাজ শেষ করতে পারবো'।
মেট্রোরেলের সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, 'মেট্রো ট্রেনের অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব শেষে যখন ভায়াডাক্টের উপর ট্রেনের ট্রায়াল রান করবো তখন আমরা দেখব ট্রেনগুলো ঠিক স্টেশনে দাঁড়াতে পারছে কিনা? যথাসময়ে ট্রেনের দরজা খুলছে কিনা? পরবর্তী কোন স্টেশনে যাবে সেটি ঘোষণা করতে পারছে কিনা? অর্থাৎ খুঁটিনাটি সকল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে। যাত্রীদের নিয়েও ট্রেনের ট্রায়াল হবে। তারপর যথাসময়ে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চালু হবে'।
মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট বগি কেনা হয়েছে জাপান থেকে। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান আসে ২৩ এপ্রিল। মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেটের চালান বাংলাদেশ এসে পোঁছেছে ৯ মে।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক দ্রুততর ও নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
৭ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
১৪ মিনিট আগে