টাঙ্গাইলে আগুনে পুড়ল ৪ গরু ও ১১ ঘর

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০: ৫১
Thumbnail image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লাগলে ৪টি গরু পুড়ে মারা গেছে। এ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১১টি ঘরও পুড়ে গেছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে গ্রামের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। 

অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার। তিনি বলেন, গ্রামের বাবলু মিয়ার দুটি ঘর, সেজনু মিয়ার দুটি ঘর ও দুটি গরু, মো. নাজমুলের দুটি ঘর, আম্বিয়া খাতুনের একটি ঘর, তোফাজ্জল হোসেনের তিনটি ঘর ও দুটি গরু, সফিকুল ইসলামের একটি ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং জরুরি কাগজপত্র পুড়ে গেছে। 

গোপালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত