নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামার পর তুলে নিয়ে ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার পর টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুলিশের এক এএসআইকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্ সামছ জগলুল হোসেন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
কারাগারে পাঠানো পুলিশের এএসআই হলেন মো. আশরাফুল আলম। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু এই ঘটনার পর তাকে দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ি উত্তরায় বদলি করা হয়েছে।
সকালে আসামি আশরাফুল তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমানের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। দুপুরে শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের বিশেষ পিপি রেজাউল করিম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ‘ব্যবসায়ীকে তুলে নিয়ে উনত্রিশ লাখ টাকা চাঁদাবাজি ডিবি পুলিশের’- শীর্ষক সংবাদ প্রকাশিত হয় একটি দৈনিক পত্রিকায়। বিষয়টি দুদকের নজরে এলে দুদক অনুসন্ধান শুরু করে। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ওই ব্যবসায়ী কে এম আক্কাছ কোম্পানির কাজে একটি বিমানে ঢাকায় এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ ৪০ হাজার টাকা কেড়ে নেয়। তারা আরো ৮০ লাখ টাকা দাবি করে। পরে বিকাশ ও এস এ পরিবহনের মাধ্যমে আরও টাকা নেয়।
দুদক বিষয়টি তদন্ত করে জানতে পারে, টাকা কেড়ে নেওয়া এবং বিকাশ ও এস এ পরিবহনের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টির কোনো প্রমাণ নেই। তবে ওই ব্যবসায়ীর স্বাক্ষরিত দুইটি ব্যাংক চেক এর মাধ্যমে এ এস আই আশরাফুল আলম দুটি ব্যাংক থেকে (এবি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক) পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। এএসআই আশরাফুল এই টাকা উত্তলনের কথা স্বীকার করেন এবং তিনি জানান কে এম আক্কাছ ডিবিতে কাজ করতেন এবং পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার দুইজন আত্মীয়ের চাকর দেওয়ার বিষয় টাকা নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ফেরত দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই পুলিশের এসআই একজনের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করার কারণে দুদক পরে মামলা করেন। মামলায় বলা হয়, এএসআই আশরাফুল সরকারি চাকরিজীবী হিসেবে তার সরকারি ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত কার্যালয়-১ এ এই মামলাটি দায়ের করেন উপপরিচালক (মানি লন্ডারিং) জালাল উদ্দিন আহম্মদ। ঘটনাটি তদন্ত করে দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ ২০২৩ সালের ৩০ জুলাই এসআই আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামার পর তুলে নিয়ে ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার পর টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুলিশের এক এএসআইকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্ সামছ জগলুল হোসেন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
কারাগারে পাঠানো পুলিশের এএসআই হলেন মো. আশরাফুল আলম। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু এই ঘটনার পর তাকে দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ি উত্তরায় বদলি করা হয়েছে।
সকালে আসামি আশরাফুল তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমানের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। দুপুরে শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের বিশেষ পিপি রেজাউল করিম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ‘ব্যবসায়ীকে তুলে নিয়ে উনত্রিশ লাখ টাকা চাঁদাবাজি ডিবি পুলিশের’- শীর্ষক সংবাদ প্রকাশিত হয় একটি দৈনিক পত্রিকায়। বিষয়টি দুদকের নজরে এলে দুদক অনুসন্ধান শুরু করে। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ওই ব্যবসায়ী কে এম আক্কাছ কোম্পানির কাজে একটি বিমানে ঢাকায় এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ ৪০ হাজার টাকা কেড়ে নেয়। তারা আরো ৮০ লাখ টাকা দাবি করে। পরে বিকাশ ও এস এ পরিবহনের মাধ্যমে আরও টাকা নেয়।
দুদক বিষয়টি তদন্ত করে জানতে পারে, টাকা কেড়ে নেওয়া এবং বিকাশ ও এস এ পরিবহনের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টির কোনো প্রমাণ নেই। তবে ওই ব্যবসায়ীর স্বাক্ষরিত দুইটি ব্যাংক চেক এর মাধ্যমে এ এস আই আশরাফুল আলম দুটি ব্যাংক থেকে (এবি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক) পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। এএসআই আশরাফুল এই টাকা উত্তলনের কথা স্বীকার করেন এবং তিনি জানান কে এম আক্কাছ ডিবিতে কাজ করতেন এবং পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার দুইজন আত্মীয়ের চাকর দেওয়ার বিষয় টাকা নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ফেরত দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই পুলিশের এসআই একজনের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করার কারণে দুদক পরে মামলা করেন। মামলায় বলা হয়, এএসআই আশরাফুল সরকারি চাকরিজীবী হিসেবে তার সরকারি ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত কার্যালয়-১ এ এই মামলাটি দায়ের করেন উপপরিচালক (মানি লন্ডারিং) জালাল উদ্দিন আহম্মদ। ঘটনাটি তদন্ত করে দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ ২০২৩ সালের ৩০ জুলাই এসআই আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৩ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৫ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে