Ajker Patrika

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১: ০৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার সকাল থেকেই প্রচুর যাত্রী ও যানবাহন চোখে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে নেই কোনো প্রকার ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। 

আজ শনিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ায় ছেড়ে এসেছে প্রতিটাতে প্রচুর যাত্রী ছিল। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে। 

ঢাকা থেকে আসা সুমাইয়া আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় তিনি বলেন, গত কয়েকটি ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই। 

যাত্রী বাড়লেও কোনো ভোগান্তিতে পড়তে হয়নি দৌলতদিয়া ফেরিঘাটেরাবেয়া পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর আগে তো ভোগান্তির শেষ ছিল না ফেরিঘাটে। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে সব কয়েকটি ঈদে স্বস্তিতে ফিরেছি। এবারও একই পরিস্থিতি। 

প্রাইভেট কারের চালক তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের এক পাড়েও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে চলে আসছি। অথচ একসময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যে কারণে কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত