রাজবাড়ী প্রতিনিধি
ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার সকাল থেকেই প্রচুর যাত্রী ও যানবাহন চোখে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে নেই কোনো প্রকার ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।
আজ শনিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ায় ছেড়ে এসেছে প্রতিটাতে প্রচুর যাত্রী ছিল। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা সুমাইয়া আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় তিনি বলেন, গত কয়েকটি ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।
রাবেয়া পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর আগে তো ভোগান্তির শেষ ছিল না ফেরিঘাটে। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে সব কয়েকটি ঈদে স্বস্তিতে ফিরেছি। এবারও একই পরিস্থিতি।
প্রাইভেট কারের চালক তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের এক পাড়েও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে চলে আসছি। অথচ একসময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যে কারণে কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবে।
ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার সকাল থেকেই প্রচুর যাত্রী ও যানবাহন চোখে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে নেই কোনো প্রকার ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।
আজ শনিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ায় ছেড়ে এসেছে প্রতিটাতে প্রচুর যাত্রী ছিল। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা সুমাইয়া আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় তিনি বলেন, গত কয়েকটি ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।
রাবেয়া পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর আগে তো ভোগান্তির শেষ ছিল না ফেরিঘাটে। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে সব কয়েকটি ঈদে স্বস্তিতে ফিরেছি। এবারও একই পরিস্থিতি।
প্রাইভেট কারের চালক তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের এক পাড়েও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে চলে আসছি। অথচ একসময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যে কারণে কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবে।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে