অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।
সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।
সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
১১ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসাইন (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সাঁথিয়া পৌরসভার হেঙ্গুয়া গ্রামের রইজ উদ্দীনের ছেলে ও কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে হেলে যাওয়া টিনের
১৪ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে এক কাপড় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল হক (৪৫)। তিনি বিতারা গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
১৫ মিনিট আগেরাত পোহালেই বাংলা নববর্ষ-১৪৩২। জীর্ণ পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাবে বাংলার মানুষ। দেশ্যব্যাপী বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হবে নববর্ষকে। উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নববর্ষ উপলক্ষে বিশেষ বিধিনিষেধের...
৪৪ মিনিট আগে