নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।
এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ১০টা থেকে অবরোধ করা হয়েছে। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।
সরেজমিনে দেখা যায়, মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।
রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি মো. দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরি স্থায়ীকরণের জন্য তারা গত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু গত মাসে রেলওয়ের মহাপরিচালক বলে দিয়েছেন চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা তারা করতে পারবেন না।’
দেলোয়ার বলেন, ‘গত ৮ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এমন আশ্বাস দিলেও পরে তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। রেলমন্ত্রী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’
দেলোয়ার আরও বলেন, ‘তারা ২০ আগস্ট রেলওয়ের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। গত ২৯ আগস্ট তারা দুই ঘণ্টা কর্ম বিরতি ঘোষণা করেন। প্রশাসন থেকে বলা হয়েছিল, ৩০ আগস্টের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর আলোচনা হয়নি।’
চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।
এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ১০টা থেকে অবরোধ করা হয়েছে। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।
সরেজমিনে দেখা যায়, মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।
রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি মো. দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরি স্থায়ীকরণের জন্য তারা গত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু গত মাসে রেলওয়ের মহাপরিচালক বলে দিয়েছেন চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা তারা করতে পারবেন না।’
দেলোয়ার বলেন, ‘গত ৮ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এমন আশ্বাস দিলেও পরে তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। রেলমন্ত্রী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’
দেলোয়ার আরও বলেন, ‘তারা ২০ আগস্ট রেলওয়ের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। গত ২৯ আগস্ট তারা দুই ঘণ্টা কর্ম বিরতি ঘোষণা করেন। প্রশাসন থেকে বলা হয়েছিল, ৩০ আগস্টের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর আলোচনা হয়নি।’
শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেতিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
১১ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১২ মিনিট আগেযশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
১৬ মিনিট আগে