Ajker Patrika

ঈদের দিনে চলবে একটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৪: ০৯
ঈদের দিনে চলবে একটি ট্রেন

সারা দেশে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামীকাল সোমবার। রেলে ঈদের অগ্রিম টিকিটের যাত্রা শেষ হচ্ছে আজ রোববার। গত ১২ জুন থেকে শুরু হয়েছিল ১০ দিন আগে কেটে রাখা অগ্রিম টিকিটের যাত্রা। আবার ২০ তারিখ থেকে শুরু হবে অগ্রিম কেটে রাখা ফিরতি টিকিটের যাত্রা। তবে ঈদের দিন শুধু একটি ট্রেন চলবে কমলাপুর থেকে। 

আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন অর্থাৎ ১৮ জুন কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একই রকম হতে পারে ৷ তবে আশা করছি, সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে।’

কমলাপুর তথা ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আরও বলেন, ‘এবার একটি সুন্দর ঈদযাত্রা সম্ভব হয়েছে। মানবিক কারণে শেষ সময়ে উত্তরবঙ্গে ট্রেনগুলোতে ভিড় সামলানো যায়নি।’
 
এদিকে, টানা তিন দিন কড়াকড়ি বজায় থাকলেও গতকাল শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি ধরে রাখা যায়নি। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ, বিশেষ করে উত্তরবঙ্গের বেশির ভাগ ট্রেন ছিল যাত্রীতে পরিপূর্ণ। বগিতে আসন না পাওয়ায় ছাদভর্তি যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে কয়েকটি ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতা আর উৎসবমুখর পরিবেশের কারণে তারা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত