বউভাতে বরকে দেওয়া হলো চারা গাছ উপহার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৯: ৩৬
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯: ৫৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিবাহ–পরবর্তী বউভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে বরের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন প্রজাতির গাছের চারা। বিয়েবাড়ির অনুষ্ঠানে এমন উপহারে মুগ্ধ হয়েছেন অনেকে। ব্যতিক্রমী এ উপহার নিয়ে আলোচনা এলাকাজুড়ে।

তবে বিয়েতে এমন উপহার পেয়ে খুশি হয়েছেন বর ও তাঁদের পরিবার। বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে বলে জানান উপহারদাতারা।

জানা গেছে, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম শুক্রবার (৫ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ শনিবার তাঁর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত হন অনলাইনভিত্তিক সামাজিক প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও প্রকৌশলী আরিফুর রহমান। এ সময় তাঁরা বর শরিফুল ইসলামের হাতে উপহার হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন। এতে মুগ্ধ হন বর বেসরকারি টিভি চ্যানেলের সংবাদকর্মী শরিফুল ইসলাম। 

শরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে অনেকে অনেক ধরনের উপহার নিয়ে এসেছেন। তবে আমার কাছে সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় মনে হয়েছে বৃক্ষ উপহারটি। এর মধ্য দিয়ে আমরা বৃক্ষ সম্পর্কে এবং বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রাখতে এর গুরুত্বের ব্যাপারে আরও বেশি সচেতন হব।’ 

এ ব্যাপারে ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, ‘কয়েক মাস পূর্বে আমরা তীব্র তাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেছি। বৃক্ষ যেকোনো দুর্যোগে আমাদের উপকার করে থাকে। তাই বৃক্ষের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা বৃক্ষ উপহার দিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত