Ajker Patrika

চুরির এক মাস পর ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার, রাজধানীতে গ্রেপ্তার ৯ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুরির এক মাস পর ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার, রাজধানীতে গ্রেপ্তার ৯ 

জামালপুরে নিজ নির্বাচনী এলাকায় এক জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের হারানো আইফোন ১৫ প্রো-ম্যাক্স মডেলের ফোনটি উদ্ধার করেছে ডিবি-সাইবার (উত্তর) ক্রাইম বিভাগ। সেই সঙ্গে আন্তজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয়েছে।

আজ শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি সাইবারের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফউল্লাহ। 

তিনি বলেন, ‘ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভার মোশাররফগঞ্জে এক ব্যক্তির জানাজায় অংশ নেন। সেখানে তাঁর পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এ ঘটনা দীর্ঘদিন ছায়া তদন্ত করে মন্ত্রীর আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আন্তজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

এ বিষয়ে আগামীকাল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বিস্তারিত বলবেন বলেও জানান তিনি। 

এর আগে মোবাইল চুরির ঘটনায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত