মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা

মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২: ১০
Thumbnail image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়িবহরে হামলার ঘটনায় মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ ৫৫ জনের নামে মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান মানিকগঞ্জ বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে জাতীয় নির্বাচনের আগে বিকেলে সাটুরিয়া উপজেলার কালু শাহ মাজার জিয়ার শেষে জনসংযোগ চলাকালীন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার গাড়িবহর ও নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। 

ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাঙচুর এবং নেতা–কর্মীদের মারধর করে আহত করে। ওই সময়ে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে যায়নি। হামলার কারণে বিএনপি নেত্রী জনসংযোগ না করে তাঁর বহরে থাকা নেতা–কর্মীদের নিয়ে মানিকগঞ্জে ফিরে আসেন। 

মামলার বাদী মো. আব্দুর রহমান জানান, ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে আদালতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

তিনি বলেন, ‘ওই সময়ে আওয়ামী লীগের দলীয় পুলিশ থাকায় হামলার ঘটনায় বিচার পাবে না বলে মামলা করা হয়নি। যেহেতু এখন স্বাধীন বিচার বিভাগ কাজ করছে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করা হয়েছে।’ 

সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘আমি শুনেছি আদালতে জাহিদ মালেকসহ অন্য নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত পেলে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত