Ajker Patrika

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৯: ৫৯
ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আজ শুক্রবার নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়। 

সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছোটদের আবৃত্তি। সর্বশেষ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পরিবেশ। দিনভর বৈরী আবহাওয়ার মধ্যেও কোনো আনন্দের কমতি ছিল না। 

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বিজয়ীদের হাতে তিনি ক্রেস্ট তুলে দেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সহসভাপতি ডিপু সারোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরীসহ কার্যনির্বাহীর কমিটির অনেক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবআজকের পত্রিকার চার সাংবাদিকের সন্তান বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদলের মেয়ে লুবাবা মাশিয়াত সিজা ‘ক’ বিভাগে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্রী। 

বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেলের ছেলে হোসেন রাজবীন রাউনাফ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে দ্বিতীয় হয়েছে। সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকার প্রথম শ্রেণির ছাত্র। 

আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার জয়নাল আবেদীন খানের তিন বছর বয়সী মেয়ে আবিদা জান্নাত আরোশী। সে ডিআরইউ সংগীত স্কুলে পড়ে। আরোশী প্রতিযোগিতায় সংগীত ক্যাটাগরিতে ‘ক’ বিভাগে তৃতীয় হয়েছে।

কবিতা আবৃত্তিতে ‘খ’ বিভাগে দ্বিতীয় হয়েছে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আয়নাল হোসেনের মেয়ে আয়নুন নাহার আকসা। সে ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত