কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম, আদালতে আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০: ৩১
Thumbnail image

লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। সেখানে আরেকটি মামলায় রিমান্ড দেওয়ার আগে আদালতের উদ্দেশে কথা বলেন আনিসুল হক।

তিনি বলেছেন, ‘আমরা (সালমানসহ) সম্পূর্ণ নির্দোষ। আমরা দুজনই কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিছুই জানি না।’ পরে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ খুব সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় আদালতে। এ সময় পুলিশ ছাড়া অন্য কাউকে আদালত এলাকায় দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

সকাল ৭টায় সালমান এফ রহমান ও আনিসুল হককে লালবাগের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে লালবাগ থানার পুলিশ। ওই মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। আদালত ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত