Ajker Patrika

মেঘনা সেতুতে ২৪ ঘণ্টায় ৭২ লাখ টাকার টোল আদায়

আপডেট : ১৩ জুন ২০২৪, ২২: ১০
মেঘনা সেতুতে ২৪ ঘণ্টায় ৭২ লাখ টাকার টোল আদায়

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। ফলে মেঘনা সেতুর টোল প্লাজায় বেড়েছে টোল আদায়ও। 

গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত) এ সেতু দিয়ে মোট ২৪ হাজার ৪০৫ যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭২ লাখ ৭ হাজার ৪৭৩ টাকা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস। 

টোল আদায়ের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশি টোল আদায় হয়েছে। তবে যানবাহনের সংখ্যা অনুযায়ী তা কমই বলা যায়। কেননা, অন্য সময় পণ্যবাহী পরিবহন বেশি থাকায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হয়। 

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৭২ লাখ সাত হাজার ৪৭৩ টাকা আদায় করা হয়। এর আগে ১১ জুন সেতু দিয়ে ২৩ হাজার ৯৪৭ যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয় ৭০ লাখ ৬০ হাজার ৫০২ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত