নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী গণমাধ্যমকর্মী হেনস্তার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারী হেনস্তার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, এ দেশের সরকারও নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে ব্যর্থ। দেশের বিভিন্ন প্রান্তে আমরা এরূপ নিপীড়ন ও হেনস্তার ঘটনা ঘটতে দেখছি। এ ধরনের ঘটনাগুলো আমাদের প্রশাসন ও সরকারের ব্যর্থতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
এ ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে উল্লেখ করে সংগঠনটির দপ্তর সম্পাদক অর্ণি আনজুম বলেন, ‘এ ধরনের হেনস্তার ঘটনা নতুন নয়। এ জন্য দায়ী রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের হেনস্তার ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অশনিসংকেত।’
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি শ্যামজিৎ পাল শুভ্র বলেন, ‘ক্যাম্পাস এলাকায় এ ধরনের হেনস্তার ঘটনা সকল শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। সেই সঙ্গে এটি সকল নারী শিক্ষার্থীর জন্য হুমকির কারণ। এ ধরনের ঘটনায় সকলের প্রতিবাদ জানানো একান্ত জরুরি।’
নারীর প্রতি সকল ধরনের অন্যায়, নিপীড়ন ও হেনস্তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান অন্যান্য বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মাঈন আহমেদ, সহসাধারণ সম্পাদক সাদ আহমেদ, রিপিয়ন চাকমা প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী গণমাধ্যমকর্মী হেনস্তার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারী হেনস্তার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, এ দেশের সরকারও নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে ব্যর্থ। দেশের বিভিন্ন প্রান্তে আমরা এরূপ নিপীড়ন ও হেনস্তার ঘটনা ঘটতে দেখছি। এ ধরনের ঘটনাগুলো আমাদের প্রশাসন ও সরকারের ব্যর্থতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
এ ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে উল্লেখ করে সংগঠনটির দপ্তর সম্পাদক অর্ণি আনজুম বলেন, ‘এ ধরনের হেনস্তার ঘটনা নতুন নয়। এ জন্য দায়ী রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের হেনস্তার ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অশনিসংকেত।’
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি শ্যামজিৎ পাল শুভ্র বলেন, ‘ক্যাম্পাস এলাকায় এ ধরনের হেনস্তার ঘটনা সকল শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। সেই সঙ্গে এটি সকল নারী শিক্ষার্থীর জন্য হুমকির কারণ। এ ধরনের ঘটনায় সকলের প্রতিবাদ জানানো একান্ত জরুরি।’
নারীর প্রতি সকল ধরনের অন্যায়, নিপীড়ন ও হেনস্তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান অন্যান্য বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মাঈন আহমেদ, সহসাধারণ সম্পাদক সাদ আহমেদ, রিপিয়ন চাকমা প্রমুখ।
আজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
৫ মিনিট আগেঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৯ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৯ ঘণ্টা আগে