Ajker Patrika

নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে সরকারও ব্যর্থ: ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে সরকারও ব্যর্থ: ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী গণমাধ্যমকর্মী হেনস্তার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারী হেনস্তার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, এ দেশের সরকারও নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে ব্যর্থ। দেশের বিভিন্ন প্রান্তে আমরা এরূপ নিপীড়ন ও হেনস্তার ঘটনা ঘটতে দেখছি। এ ধরনের ঘটনাগুলো আমাদের প্রশাসন ও সরকারের ব্যর্থতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’

এ ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে উল্লেখ করে সংগঠনটির দপ্তর সম্পাদক অর্ণি আনজুম বলেন, ‘এ ধরনের হেনস্তার ঘটনা নতুন নয়। এ জন্য দায়ী রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের হেনস্তার ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অশনিসংকেত।’ 

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি শ্যামজিৎ পাল শুভ্র বলেন, ‘ক্যাম্পাস এলাকায় এ ধরনের হেনস্তার ঘটনা সকল শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। সেই সঙ্গে এটি সকল নারী শিক্ষার্থীর জন্য হুমকির কারণ। এ ধরনের ঘটনায় সকলের প্রতিবাদ জানানো একান্ত জরুরি।’ 

নারীর প্রতি সকল ধরনের অন্যায়, নিপীড়ন ও হেনস্তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান অন্যান্য বক্তারা। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মাঈন আহমেদ, সহসাধারণ সম্পাদক সাদ আহমেদ, রিপিয়ন চাকমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত