পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭: ৪২
Thumbnail image
দুই সন্তানকে হত্যার খবরে পল্লবীর বাগেরটেক এলাকায় স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম রোহান (৭) ও মুসা (৩)। তারা আহাদ মোল্লা ও রোজিনা আক্তার দম্পতির সন্তান। তাঁরা পল্লবীর বাগেরটেক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় থাকেন। আহাদ মোল্লা বাসাবাড়িতে নিরাপত্তার কাজ করেন এবং রোজিনা আক্তার মেসে রান্না করেন।

নিহত দুই শিশুর মা রোজিনা আক্তার জানান, আজ সকালে আহাদ কাজ শেষে বাসায় আাসেন। সকালে দুই সন্তানকে তাঁর কাছে রেখে মেসে রান্না করতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তাঁর সন্তানদের গলাকেটে হত্যা করে নিজে গলাই ছুরি চালান আহাদ মোল্লা। খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন। বেলা ২টার দিকে পল্লবী থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন বলেছেন, পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহাদ মোল্লাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত