বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে মো. ইমন হোসেন আকাশ নামে একজনের মৃত্যু হয়। সেই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পল্লবীর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় পারভেজকে গ্রেপ্তার করা হয়। ঢাকা ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পারভেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

থানা সূত্রে আরও জানা গেছে, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান পারভেজকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম, ৫ অক্টোবর পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি, ১৯ অক্টোবর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত এবং ২০ অক্টোবর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. মিন্টুকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত