Ajker Patrika

ফরিদপুরে মন্দিরে আগুন: এলাকাবাসীর পিটুনিতে আরও ১ জনের মৃত্যু, নিহতরা সহোদর

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০: ০১
ফরিদপুরে মন্দিরে আগুন: এলাকাবাসীর পিটুনিতে আরও ১ জনের মৃত্যু, নিহতরা সহোদর

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে এলাকাবাসীর পিটুনিতে আহত আরও একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন নিহত হলেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আশরাফুল খান (২১) ও আরশাদুল খান (১৮)। তাঁরা দুজন উপজেলার নওপাড়া ইউনিয়নের চৌপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে। তাঁদের একজন গতকাল রাতে ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল রাতে হামলার ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে দুজন এবং অপর তিনজন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। কেউ যেতে চাইলে পরিচয় জানতে চাওয়া হচ্ছে। কালীমন্দির এলাকায় গিয়ে দেখা যায়, পঞ্চপল্লী কালীমন্দিরে একটি মূর্তি আগুনে পুড়ে গেছে। পাশেই একটি নছিমন গাড়িতে আগুন জ্বলছে। তার পাশেই রয়েছে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নির্মাণকাজ করা শ্রমিকেরা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষেই সাতজন শ্রমিককে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে পিটুনি দেয় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। কক্ষের ভেতরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুখালী থানার পুলিশ। আহত শ্রমিকদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলার চেষ্টা চালানো হয়। এ সময় ফাঁকা গুলি ছুড়ে উত্তেজিত লোকজনকে সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান তপন বলেন, পঞ্চপল্লীর একটি কালী মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এ কারণে ক্ষুব্ধ একদল মানুষ পাশে নির্মাণাধীন স্কুলের নির্মাণশ্রমিকদের পিটিয়ে আহত করে স্কুলে আটকে রাখে। স্কুল ভবনের দরজা, জানালা, গ্রিল ভেঙে ফেলে তারা। এ সময় বাইরে থেকে কেউ ওই গ্রামে যেতে পারেনি।

ঘটনার সময় একটি নছিমন গাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা২তপতি মণ্ডল নামের ওই গ্রামের এক নারী বলেন, ‘মায়ের ঘরে (কালীমন্দির) সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। তখন শ্রমিকেরা জানালা দিয়ে দেখছিল। তারপর আমি বাড়ি গিয়েছিলাম। তখন ওরা (শ্রমিকেরা) ওপরে রড ওঠাচ্ছিল আর নিজেরাই বকাবাজি করছিল। তারপর আমি চিৎকার শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি, মা একদম পুড়ে গেছে। তারপর লোকজন জড়ো হয়ে গেল। তারপর কী হলো দেখিনি। এ ছাড়া কারা মন্দিরে আগুন দিয়েছে তাও জানি না।’

এদিকে গতকাল রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নিহতের বাবা-মা, বৃদ্ধ দাদিসহ স্বজনেরা। এ সময় দুজনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। হাসপাতালটির নতুন ভবনের সামনে বারবার মূর্ছা যেতে দেখা যায় তাঁদের বাবা শাহজাহান খানকে। কিছুক্ষণ পর পর বাজান বাজান বলে চিৎকার করতে থাকেন তিনি। বৃদ্ধ দাদি গড়াগড়ি করতে থাকেন হাসপাতাল চত্বরে।

নিহতদের চাচাতো ভাই আলমাস খান বলেন, ‘ঈদের পরই তারা নির্মাণকাজে চলে যায়। আজ খবর পাই, ওদের মারধর করেছে হিন্দুরা। পরে হাসপাতালে এসে দেখি দুজনের লাশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত