গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।”’ আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
৬ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগেনোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস, তাঁদের ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং কন্যা সুমাইয়া আলী ঈশিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে