Ajker Patrika

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।

ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’

ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত