শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
২৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
১ ঘণ্টা আগেছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে