নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।
হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।
প্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৩ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ অমান্য করে প্রতি সপ্তাহেই বসছে নবীগঞ্জের অবৈধ জনতার বাজার পশুর হাট। গত শনিবারও উপজেলার গজনাইপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বসেছে এই হাট। ডিসির নির্দেশ অমান্য করে এর আগেও তিনবার এ হাট বসানো হয়।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগে