শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে বাদামখেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উপজেলার সন্যাসীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্যাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা কান্দি গ্রামের বাদামখেতে রাসেলস ভাইপার দেখতে পায় কৃষকেরা। পরে পিটিয়ে মারা হয়। এ সময় পেট ফেটে ৩৪টি বাচ্চা বের হয় বলে জানা গেছে। গত কয়েক দিনে ডজনখানেক সাপ উপজেলার বিভিন্ন স্থানে পিটিয়ে মারা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সন্যাসীরচর এলাকার কৃষক সাদেক আলী মুন্সী জানান, বাদাম তুলতে গিয়ে খেতের মধ্যে সাপটিকে দেখেন তাঁরা। এ সময় আরও লোকজন এসে পিটিয়ে মারলে পেট থেকে ৩৪টি বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলোও মারা হয়।
ওই এলাকার কৃষকেরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে এই সাপ দেখা যাচ্ছে। খেত ও নদীর আশপাশে বেশি পাওয়া যাচ্ছে। খেতে কাজ করতে বের হলে আতঙ্কে থাকতে হয়। দুই দিন আগে মাছ ধরার ফাঁদের মধ্যে রাসেলস ভাইপার আটকা পড়েছিল।
মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিবচরে রাসেলস ভাইপার দেখা গেছে। পরে সেটি এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। সাপ বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনোভাবেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। সবার সচেতনতা ও সতর্কতাই পারে সাপে কাটা রোধ করতে।
মাদারীপুর জেলার শিবচরে বাদামখেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উপজেলার সন্যাসীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্যাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা কান্দি গ্রামের বাদামখেতে রাসেলস ভাইপার দেখতে পায় কৃষকেরা। পরে পিটিয়ে মারা হয়। এ সময় পেট ফেটে ৩৪টি বাচ্চা বের হয় বলে জানা গেছে। গত কয়েক দিনে ডজনখানেক সাপ উপজেলার বিভিন্ন স্থানে পিটিয়ে মারা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সন্যাসীরচর এলাকার কৃষক সাদেক আলী মুন্সী জানান, বাদাম তুলতে গিয়ে খেতের মধ্যে সাপটিকে দেখেন তাঁরা। এ সময় আরও লোকজন এসে পিটিয়ে মারলে পেট থেকে ৩৪টি বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলোও মারা হয়।
ওই এলাকার কৃষকেরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে এই সাপ দেখা যাচ্ছে। খেত ও নদীর আশপাশে বেশি পাওয়া যাচ্ছে। খেতে কাজ করতে বের হলে আতঙ্কে থাকতে হয়। দুই দিন আগে মাছ ধরার ফাঁদের মধ্যে রাসেলস ভাইপার আটকা পড়েছিল।
মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিবচরে রাসেলস ভাইপার দেখা গেছে। পরে সেটি এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। সাপ বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনোভাবেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। সবার সচেতনতা ও সতর্কতাই পারে সাপে কাটা রোধ করতে।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৯ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগে