নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ সকল প্রকার জালের বিরুদ্ধে দেশের ১৭ জেলায় নৌ পুলিশের ৬১টি থানা ও ফাঁড়ি মিলে বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ।
গত ১৯ জানুয়ারি থেকে চার দিন ব্যাপী এই অভিযানে এক কোটি মিটারের বেশি অবৈধ জালসহ ৫২ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন নৌ পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা।
সাথী রানী শর্মা জানান, ২০২২ সালের ২৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল অপসারণে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নৌ পুলিশের সদর দপ্তরের তত্ত্বাবধানে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৩’ পরিচালিত হয়। অভিযানে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশালও চাঁদপুরসহ দেশের ১৭ জেলায় এ চার ধাপে ৩০ দিনব্যাপী ধরে ‘বিশেষ কম্বিং অভিযান ২০২৩’ অভিযান চালানো হবে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশের ছ টি অঞ্চলের ৬১টি থানা ও ফাঁড়ি থেকে অভিযান চালানো হচ্ছে।
অভিযানের দ্বিতীয় পর্যায় গত ১৯ জানুয়ারি থেকে সোমবার (২৩ জানুয়ারি) পর্যন্ত চার দিনে নৌ পুলিশ সদস্যরা অভিযান চালান। বিশেষ এই অভিযানে এক কোটি ১৩ লাখ ৬৩ (প্রায়) হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ ছাড়া এই সকল জাল ব্যবহার করে বিভিন্ন নদ-নদী থেকে ধরা ৪ হাজার ২৩৫ কেজি জাটকা ও পাঁচ টি নৌযান আটক করা করা হয়। এছাড়াও সরকারী নির্দেশ অমান্য করে অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করায় ৫২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
সাথী রানী শর্মা আরও জানান, বিশেষ এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে মৎস্য সম্পদ রক্ষা আইনে নয়টি মামলা ও ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে নৌ পুলিশের প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করছে। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করতে নৌ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
দেশের মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ সকল প্রকার জালের বিরুদ্ধে দেশের ১৭ জেলায় নৌ পুলিশের ৬১টি থানা ও ফাঁড়ি মিলে বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ।
গত ১৯ জানুয়ারি থেকে চার দিন ব্যাপী এই অভিযানে এক কোটি মিটারের বেশি অবৈধ জালসহ ৫২ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন নৌ পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা।
সাথী রানী শর্মা জানান, ২০২২ সালের ২৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল অপসারণে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নৌ পুলিশের সদর দপ্তরের তত্ত্বাবধানে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৩’ পরিচালিত হয়। অভিযানে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশালও চাঁদপুরসহ দেশের ১৭ জেলায় এ চার ধাপে ৩০ দিনব্যাপী ধরে ‘বিশেষ কম্বিং অভিযান ২০২৩’ অভিযান চালানো হবে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশের ছ টি অঞ্চলের ৬১টি থানা ও ফাঁড়ি থেকে অভিযান চালানো হচ্ছে।
অভিযানের দ্বিতীয় পর্যায় গত ১৯ জানুয়ারি থেকে সোমবার (২৩ জানুয়ারি) পর্যন্ত চার দিনে নৌ পুলিশ সদস্যরা অভিযান চালান। বিশেষ এই অভিযানে এক কোটি ১৩ লাখ ৬৩ (প্রায়) হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ ছাড়া এই সকল জাল ব্যবহার করে বিভিন্ন নদ-নদী থেকে ধরা ৪ হাজার ২৩৫ কেজি জাটকা ও পাঁচ টি নৌযান আটক করা করা হয়। এছাড়াও সরকারী নির্দেশ অমান্য করে অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করায় ৫২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
সাথী রানী শর্মা আরও জানান, বিশেষ এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে মৎস্য সম্পদ রক্ষা আইনে নয়টি মামলা ও ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে নৌ পুলিশের প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করছে। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করতে নৌ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চরমপন্থী জীবন থেকে ফিরে ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বাকুল মিয়া (৪৫)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত...
২ মিনিট আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৯ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ ঘণ্টা আগে